জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্তি যানবাহন চলাচল ও ঘরমুখী মানুষের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় রবিবার হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছনতার অভিযান চালানো হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর দু’পাশে অবৈধ দোকানপাট বসছে।
ফলে প্রতিদিন মহাসড়কের এই অংশে যানজট লেগেই থাকতো। তাছাড়া বাজারটিকে ঘিরে বিপুল পরিমাণ ময়লা আবর্জনা মহাসড়কের দু’পাশে ফেলা হতো। এতে করে সড়কে চলাচলরত যাত্রীরা ভোগান্তির শিকার হতো।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারাদেশ থেকে ঘরমুখি মানুষের চাপ বৃদ্ধি পাবে। ফলে নিমসার বাজার এলাকায় যানজটের ভয়াবহ আকার ধারণ করতে পারে এ আশঙ্কায় আজ সকাল থেকে কুমিল্লা হাইওয়ে রিজিওন এর পুলিশ সুপার পরিতোষ ঘোষ এর নেতৃত্বে নিমসার বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, এস আই আবদুল সালামসহ পুলিশের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার ফরিতোষ ঘোষ জানায়, ঈদে ঘরমুখি মানুষের চলাচলের স্বার্থে মহাসড়কের কুমিল্লার অংশে প্রায় ১শ’ত কিমি রাস্তার দু’পাশে এ অভিযান চলবে। পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এগিয়ে এসে এ কাজে সহযোগিতা করলে ঈদে মহাসড়কে কোন যানজট থাকবে না। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।