কুমিল্লা শিক্ষা বোর্ডের ৯৩০ বিদ্যালয়কে নোটিশ

পপুলার২৪নিউজ ডেস্ক :
২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফল খারাপের কারণ এবং উত্তরণের উপায় জানতে চেয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার ৯৩০ টি মাধ্যমিক বিদ্যালয়কে চিঠি দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের মধ্যে ১৫ শতাংশের বেশী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান গুলোকে এই চিঠি দেয়া হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুল খালেক জানান, এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সব চেয়ে বেশী অকৃতকার্য হয়েছে গণিত এবং ইংরেজীতে। এছাড়া অন্যান্য বিষয়েও অকৃতকার্য হয়েছে অনেকে। যে কারনে এবার পাশের হার মাত্র ৫৯ দশমিক ৪। এসব বিষয়ে শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে এবং এই দুরাবস্থা থেকে উত্তরণের উপায় জানতে চেয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানকে চিঠি দেয়া হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে উত্তর জানানোর জন্য বলা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় ৩৬০, ব্রাহ্মণবাড়িয়ার ১০৬, চাঁদপুর ১১৯, লক্ষীপুর ১১০, নোয়াখালী ১৫১ এবং ফেণী জেলার ৮৪ টি প্রতিষ্ঠানকে এই চিঠি দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপদ্মায় মিলল ৮৮ কেজি ওজনের বাঘাইড়
পরবর্তী নিবন্ধহিলারির নতুন রাজনৈতিক অভিযাত্রা শুরু