কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এর আগে শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগ তুলে ছাত্রলীগ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলে ভিসি তাকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠান।

পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী এবং দেশব্যাপী সচেতন মানুষের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান ভিসি।

এর আগে রোববার মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলী আশরাফকে তার কার্যালয়ে প্রবেশে করতে দেয়নি শিক্ষকরা। একই দাবিতে  ক্লাস-পরীক্ষা বর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়া ঐ শিক্ষককের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে ভিসি বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ১২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারকে জানাতে নির্দেশ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে:রিজভী
পরবর্তী নিবন্ধমক্কার নগরীর হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ৬০০ হাজিকে