কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

 জেলা প্রতিনিধি, পপুলার২৪নিউজ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসেন সরকার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ কনস্টেবল রাঙ্গামাটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, পুলিশ কনস্টেবল হোসেন সরকারসহ আরও তিন যাত্রী সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে দেবিদ্বার থেকে ময়নামতি যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরবাকর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক ও তিন যাত্রী মারাত্মক আহত হন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়ার পর পুলিশ কনস্টেবল হোসেন সরকারের মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহত হোসেন সরকারের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নেয়া হয়েছে, বিষয়টি মুঠোফোনে রাঙ্গামাটি পুলিশ সুপার ও নিহতের স্বজনদের অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপর্নসাইটে প্রেমিকার ছবি পোস্ট করল প্রেমিক, এরপর যা ঘটল
পরবর্তী নিবন্ধবাগেরহাটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১