কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে আনা হচ্ছে ঢাকায়

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হচ্ছে।

তারা হলেন- বেলুন বিক্রেতা আনোয়ার হোসেন (৩৫), আবদুর রব (২৭) ও শাহ আলম (৫৫)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সেফায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাঙ্গলকোটের ঘটনায় ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রাতেই দুই শিশুর জরুরি অস্ত্রোপচার হয়েছে। তাদের মধ্যে বেলুন বিক্রেতা আনোয়ারসহ গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, নাঙ্গলকোটের ঘটনায় আহতদের গুরুত্ব দিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বেশিরভাগই শিশু বলে তিনি জানান।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর বিষয়টি প্রশাসন জানত না। তবে কী কারণে এমন বিস্ফোরণ হতে পারে তা তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সিলিন্ডারটি দুর্বল ছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরলী গ্রামে গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ অন্তত ৪১ জন আহত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) থেকে উপজেলার ঢালুয়া ইউনিয়নে শতবর্ষী ঐতিহ্যবাহী ঠাণ্ডাকালীর মেলা শুরু হবে। মেলায় অংশ নিতে বিরলী গ্রামের আনোয়ার হোসেন বাড়ির সামনে বসে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন। দৃশ্যটি দেখতে শিশুসহ অর্ধশতাধিক মানুষ জড়ো হয়। একপর্যায়ে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা ফারুকের চিকিৎসার জন্য ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি
পরবর্তী নিবন্ধনির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ: তৈমূর আলম খন্দকার