কুমিল্লায় দেড় শতাধিক দোকান পুড়ে ছাই

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
27কুমিল্লার লাকসামে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে একাধিক ব্যবসায়ীদের দাবি।

উপজেলার লাকসাম পৌরশহরের প্রাণকেন্দ্র দৌলতগঞ্জ বাজারে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে লাকসাম পৌরশহরের প্রাণকেন্দ্র দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়াপট্টি, স্বর্ণপট্টি ও মনোহরীপট্টির প্রায় দেড় শতাধিক দোকান ঘর আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম, সোনাইমুড়ি, সদর দক্ষিণ, হাজীগঞ্জ, বরুড়া, কুমিল্লা ইপিজেড ও বাগিচাগাঁও দমকল বাহিনীর ১০টি ইউনিট প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লিখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের জানান, এ ঘটনায় সকাল-সন্ধ্যা মাইকিং করে ১ দিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সব ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়েছে।

কাপড় ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুক জানান, এ মার্কেটের দেড় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। আমাদের আনুমানিক শত কোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোবারক আলী জানান, প্রথমে দমকল বাহিনী ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চৌদ্দগ্রাম, সোনাইমুড়ি, সদর দক্ষিণ, হাজীগঞ্জ, বরুড়া, কুমিল্লা ইপিজেড ও বাগিচাগাঁও দমকল বাহিনীর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লাকসাম থানা ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে পুলিশ বাহিনী নজদারী তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০ বছর পর বিশ্বকাপের পদক পাচ্ছেন অ্যালান বোর্ডাররা
পরবর্তী নিবন্ধসাকিবে মুগ্ধ হ্যাডলি