কুমিল্লায় ডাকাত-পুলিশ গুলি বিনিময়, আটক ৭

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুমিল্লায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এসময় গুলিবিদ্ধ ৫ ডাকাতসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা মুরাদনগর -ঢাকা রোডের ছালিয়াকান্দি ইউনিয়নের বোরার চর এলাকায় এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ওসি এস. এম বদিউজ্জামান জানান, গভীর রাতে বোরার চর ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এতে ৫ ডাকাত গুলিবিদ্ধ হয় এবং ২ পুলিশ সদস্য আহত হয়।

পরে পুলিশ গুলিবিদ্ধসহ ৭ ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ এলজি, চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আহত ডাকাতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাতার সংকট নিয়ে লাভরভ-টিলারসন ফোনালাপ
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ?