স্পোর্টস ডেস্ক : গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে আলো ছড়িয়েছিলেন তাওহীদ হৃদয়। এরপরেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। হয়ে উঠেছেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য তারকা। বছরঘুরে আবারও আসছে সেই বিপিএল। এবার অবশ্য সিলেটে নেই হৃদয়। দল পালটে এবার এসেছেন বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।
কুমিল্লায় আসার ইস্যুতে ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, ‘খারাপ লাগা না, হয়ত একটু মিস করেছিলাম। পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় আপনাকে একটা জায়গায় না একটা জায়গায় যেতেই হবে। আমিও ভালো একটা সুযোগ পেয়েছি চ্যাম্পিয়ন দলে। এই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব।’
কুমিল্লা রীতিমত তারকায় ঠাসা এক দল। স্বাভাবিকভাবে মূল একাদশে জায়গা করে নেওয়ার বড় এক চ্যালেঞ্জ আছে তার সামনে। বিষয়টা বেশ ভালভাবেই জানেন এই টাইগার ক্রিকেটার, ‘আমি মনে করি যে এরকম বড় দলে খেলতে পারাটাও ভাগ্যের ব্যাপার এবং সেই সঙ্গে এখানে পারফর্ম করাটাও একটু চ্যালেঞ্জিং। আর যেহেতু ধারাবাহিক, এখানে চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে। সবসময় আমরাও এভাবে চেষ্টা করব যাতে এটা ধরে রাখতে পারি।’
দলের মালিক এবং প্রধান কোচের ডাকে ড্রাফট অনুষ্ঠানে ছুটে আসেন হৃদয়, ‘আমি এসেছি আপু (নাফিসা কামাল) আমাকে কল করেছিলেন, সালাহউদ্দিন স্যার কল করেছিলেন। এর আগে কখনও আসা হয়নি এবারই প্রথম একটা অভিজ্ঞতা হলো। আপুর জন্য প্রথম ছিল, আমার জন্যও প্রথম ছিল, উপভোগ করেছি। এখানকার পরিবেশটা সুন্দর, ভালো লেগেছে। এখানে অনেক কিছু বোঝার আছে দল সম্পর্কে। এর আগে এত কাছে থেকে দেখা হয়নি, আমি অনেক উপভোগ করেছি।’