কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

উখিয়ার কুতুপালং পাহাড়ি এলাকায় নবনির্মিত মধুরছড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতের আবুল কাশেমের ছেলে মমতাজ মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে।

আহত মুহিবুল্লাহ, নজিব হোসেন, শাকের উল্লাহ,রুস্তম, ফরিদ আলমসহ ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুল্লাহ মাঝিকে গ্রেফতার করলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মমতাজ মিয়া ও থানায় আটক আরিফুল্লাহ মাঝির মধ্যে ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪