ঘটনার ১০ দিন পর নীরবতা ভেঙে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ কিম ন্যাম হত্যার জন্য মালয়েশিয়াকে দায়ী করেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছে।
উত্তর কোরিয়ার অভিযোগ, মালয়েশিয়া কিম ন্যাম হত্যার ঘটনাকে অনৈতিকভাবে সামলেছে এবং শত্রুদের সঙ্গে মিলে রাজনীতি করেছে।
কেসিএনএ’র প্রতিবেদনে উত্তর কোরিয়ার বিচারক কমিটির বরাতে বলা হয়েছে, মালয়েশিয়া কিম ন্যামের মরদেহের যে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা করেছে তা অবৈধ এবং এর মাধ্যমে দেশটি অনৈতিক আচরণ করেছে।
বিচারক কমিটি অবিলম্বে কিম ন্যামের মরদেহ উত্তর কোরিয়ার কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে।
তবে মালয়েশিয়া জানিয়েছে, কিম ন্যামের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা না পাওয়া পর্যন্ত তার মরদেহ হস্তান্তর করবে না।
তবে উত্তর কোরিয়ার দাবি, মরদেহ হস্তান্তরের ব্যাপারে এই অবস্থানের মাধ্যমে মালয়েশিয়া রাজনীতি করার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার বিরোধী। এর মাধ্যমে মালয়েশিয়া অশুভ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় বলেও অভিযোগ উত্তর কোরিয়ার।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে রহস্যজনকভাবে নিহত হন কিম জং ন্যাম।
মালয়েশীয় পুলিশের ধারণা, ফ্লাইটের জন্য অপেক্ষাকালে তাকে বিষয় প্রয়োগে হত্যা করা হয়।
এ ঘটনার জন্য উত্তর কোরিয়ার কুয়ালালামপুর দূতাবাসের একজন সিনিয়র কূটনীতিকসহ দেশটি সাত ব্যক্তি এবং ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের একজন করে নারী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।