ভারত অধিকৃত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রোববারের ওই বন্দুকযুদ্ধে চার বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাও নিহত হয়েছেন। খবর বাসস’র।
ভারতীয় সেনা কর্মকর্তারা জানান, শ্রীনগর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে কুলগাম জেলার ফ্রিসাল গ্রামে উভয়পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ভোরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা ফ্রিসাল গ্রাম চারপাশ থেকে ঘিরে ফেলে এবং জঙ্গিদের সন্ধানে অভিযান শুরু করে।
একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহজনক বাড়িটির কাছে যাওয়া মাত্রই বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে পাঁচ সেনা আহত হন। পরে আহত দুই সেনা মারা যান।
ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল কালিয়া বলেন, ‘ফ্রিসালে এক বন্দুকযুদ্ধে চার জঙ্গি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি রাইফেল উদ্ধার করা হয়েছে।’