কাশ্মীরে নতুন সেলের প্রধান জঙ্গি জাকির মুসা : আল কায়দা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

সন্ত্রাসবাদীদের তালিকার প্রথম সারিতেই নাম রয়েছে জাকির মুসার, এবার সেই মুসাকেই কাশ্মীরের দায়িত্বভার অর্পণ করল আল কায়দা জঙ্গি গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার এই গোষ্ঠীর পক্ষ থেকেই তা ঘোষণা করে দেওয়া হয় বলে সূত্রের খবর।

সংশ্লিষ্ট সূত্রের খবর, কাশ্মীরে একটি নতুন সেল গঠন করে তার প্রধান করা হয় জাকির মুসাকে। এই সেলের নাম আনসার-ঘাওজাত-উল-হিন্দ। এই বিষয়টি ঘোষণা (আল কায়দা এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ থেকে) করেছে গ্লোবাল ইসলামিক মিডিয়া স্টেট। এই সংগঠন যে কাশ্মীরে বেশ সক্রিয় তা ফের একবার তারা জানিয়ে দিল এই ঘোষণার মাধ্যমে।

পাশাপাশি এও জানা গিয়েছে, ‘জাতীয়তাবাদের জন্য নয়, লড়তে হবে ইসলামের জন্য, ইসলামের চোখে জাতীয়তাবাদ একটি পাপ’ স্পষ্ট বার্তা মুসার। শুধু তাই নয় হুরিয়ত নেতারা যদি ইসলামিক কোড স্থাপনের জন্য কাশ্মীরে লড়াই না চালায়, তাহলে তাদের খুন করা হবে বলেও নাকি হুমকি দিয়েছে এই জঙ্গি প্রধান।

তবে উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের হিজবুল মুজাহিদিন কমান্ডার সইদ সালাউদ্দিন গত বুধবার একটি ভিডিও প্রকাশ করে কোনও জিহাদি আন্দোলনে যোগ না দেওয়ার বার্তা পাঠিয়েছে। তবে জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

পূর্ববর্তী নিবন্ধমঞ্চে তাহসান, তরুণীদের উপচে পড়া ঢেউ
পরবর্তী নিবন্ধহয় ক্ষমা নয় ৫০ কোটি! ডিআইজি রূপাকে হুমকি