আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে দিতে ভারতের ঘোষণার পরপরই এ ইস্যুতে ‘হুমকি দিয়ে’ মুখ খুলেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এ অবৈধ পদক্ষেপের মোকাবিলায় পাকিস্তান সম্ভাব্য সব বিকল্প ব্যবস্থা চর্চা করবে।
বড় একটি বিবৃতিতে এও বলা হয়, কাশ্মীরের ব্যাপারে পাকিস্তান তার অবিচল প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করবে।
সোমবার (০৫ আগস্ট) ভারতের সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করা হবে। এ হিসেবে ভারতের কেন্দ্রীয় শাসনের আওতায় চলে আসবে জম্মু ও কাশ্মীর। আর এর পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ইস্যুতে সম্ভাব্য সব পথই অবলম্বন করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়।