কাশ্মির থেকে ফিরে নতুন ভ্লগের ঘোষণা, তোপের মুখে তারকা দম্পতি

বিনোদন ডেস্ক :

কাশ্মিরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, আর মিনি সুইজারল্যান্ড বলা হয় প্যাহেলগাঁওকে। কিন্তু গত মঙ্গলবার সেই এলাকায় নেমে আসে কালো ছায়া! এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হন ২৬ জন পর্যটক।

এমন সময়ে এক বছরের পুত্রসন্তানকে নিয়ে কাশ্মিরে অবস্থান করছিলেন ভারতের টেলিভিশন পর্দার তারকা দম্পতি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। তারা বেশ নান্দনিক সময় কাটান সেখানে, সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তাদের নানা মুহূর্ত।

আর হামলার খবর ছড়াতেই তাদের নিয়ে রীতিমতো উদ্বেগে পড়ে যান এই তারকা দম্পতির ভক্তরা। মনে প্রশ্ন বাঁধে, কেমন আছেন দীপিকা-শোয়েব?

সেদিনই শোয়েব ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন- তারা নিরাপদে আছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হাই বন্ধুরা, তোমরা সবাই আমাদের জন্য চিন্তিত ছিলে। আমরা নিরাপদে আছি। আমরা কাশ্মির ছেড়ে দিল্লিতে চলে এসেছি। আমাদের জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ। নতুন ভ্লগ শীঘ্রই আসবে।’

কিন্তু নিরাপদে থাকার খবর জানানোর সময় ‘নতুন ভ্লগ’ আনার কথা বলায় শোয়েবের ওপর ক্ষেপে যান নেটিজেনরা। জঙ্গি হানার এই ঘটনার মধ্যে কীভাবে নতুন ভ্লগ আনার কথা বলেন শোয়েব, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

এক নেটিজেন লেখেন, ’বাহ, কতটা নির্লজ্জ আপনারা, আপনাদের এসব পাগলামি দেখার এখন সময় নেই মানুষের।’ আরেক নেটিজেন লেখেন, ‘সেখানে এত মানুষ মরল, তাদের নিয়ে কথা নেই? লজ্জা আপনাদের প্রতি।’

প্রসঙ্গত, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২০ জন আহত ও ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতদের সকলেই পর্যটক বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম ভরিতে কমলো ৫৩৪২ টাকা
পরবর্তী নিবন্ধড. ইউনূসের সান্নিধ্যে মুগ্ধ হলিউড অভিনেতা