কাশিয়ানী -ভাটিয়াপাড়া, কালনাঘাট মহাসড়কে বেহাল দশা

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি:

ভাটিয়াপাড়া- যশোর-খুলনা- বেনাপোল আঞ্চলিক মহা-সড়কের বেহালদশা। যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। স্থানীয় প্রশাসন চেষ্টা করেও কোন প্রাকার রক্ষা করতে পারছেনা সড়কটি রক্ষা করতে।
জানা গেছে, ভাটিয়াপাড়া- যশোর- খুলনা- বেনাপোল সড়কটি দেশের দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়কে যাতায়াত করে। এ ছাড়া বেনাপোল বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে।

স্থানীয়রা জানায়, গুরুত্বপূর্ণ এই সড়কটির কাশিয়ানী উপজেলার ভাটয়াপাড়া-কালনা ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার রাস্তা গত চার বছরে তেমন কোন সংস্কার করেনি গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। অন্যদিকে দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা সড়কের পাশে বালুর চাতাল করে রমরমা ব্যবসা করে আসছে। বালুর চাতালের পানি সড়কের উপরে জমা হয়ে রাস্তা দেবেযেতে থাকে। বর্তমানে ওই পাকা সড়কটি আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখলে মনে হয় এটি একটি খাল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জনান,সড়কটি রক্ষা করতে কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমে বালুর চাতাল মালিকদের জরিমানা করা হয়েছে। তেমন কোন ফল আসেনি।
সড়কটি যানবাহন চলাচলের অনুপোযোগী স্বীকার করে গোপালগঞ্জ সওজের আঞ্চলিক প্রকৌশলী মোঃ সাকিরুল ইসলাম জানান, বালুর চাতাল এবং ধারণ ক্ষমতার বাইরে বালু বোঝাই ১০ চাকার ট্রাক চলাচলের করার কারণে দ্রুত রাস্তাটি নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করেও রক্ষা করতে পারিনি সড়কটিকে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।

 

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানসম্মত উপায়ে পশুর চামড়া ছাড়ানো এবং সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া কারাবন্ধীদের খাদ্য সহায়তা