কাশিয়ানী উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৯জন, মুকসুদপুরে ২জন, কোটালীপাড়ায় ১জন ও সদর উপজেলায় ১জন রয়েছে। এর মধ্যে কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর রয়েছেন। আক্রান্তদের হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে এবং পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২জন ও মুকসুদপুর উপজেলায় ১জন মারা মারা গেছেন। বাকীদের মধ্যে ১৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১শ ৮৮ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশন চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ১০৪ জন, মুকসুদপুরে ৭৮জন, কোটালীপাড়ায় ৫৫, গোপালগঞ্জ সদরে ৫১জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৯ জন রয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধকাছে আসেনি স্বজনেরা, লাশ দাফন করলো কাশিয়ানী থানা পুলিশ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত