কাশিয়ানীতে স্বামী বদল করে এক যুগের বেশী সময় মুক্তিযোদ্ধা ভাতা গ্রহন

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

স্বামীর নাম বদলের ভূয়া কাগজপত্র তৈরী করে এক যুগের বেশী মুক্তিযোদ্ধা ভাতা গ্রহনের অভিযোগ পাওয়া গেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অঞ্জনা রানী বিশ্বাস রাধা নামের এক মহিলার বিরুদ্ধে।
জানাগেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের টিয়ারডাঙ্গা গ্রামের প্রিয়নাথ বিশ্বাসের ছেলে হরে কেষ্ট বিশ্বাস ১৯৭১ সালে মুক্তিযোদ্ধায় অংশ গ্রহণ করেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে আর্থিক অভাব অনটনের কারণে স্ত্রী পাঁচি বিশ্বাস ও একমাত্র ছেলে স্বপন বিশ্বাস, ভাই কালীপদ বিশ্বাস, গোপীনাথ বিশ্বাসকে নিয়ে ভারতে চলে যান। ভারতের নদীয়া জেলার রানাঘাট থানার নিচসিংহপুর গ্রামে বসতি স্থাপন করেন তিনি। সেখানে গিয়ে ওই বীরমুক্তিযোদ্ধা ঘোড়ার গাড়ী চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন। বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভাতা চালুর খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা হরে কেষ্ট বিশ্বাস কিছু দিন পরই বাংলাদেশে আসেন এবং তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খবিরউদ্দিন মোল্যা খোকার বাড়িতে উঠেন। উপজেলা কমান্ডর ভাতা দেবেন এই আশ্বাস দিয়ে বিনা বেতনে বেশ কিছুদিন তাকে নিজের বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করান। এক পর্যায়ে ভাতা না হওয়ার কারণে স্ত্রী ও পুত্রের টানে তিনি আবারও ভারতে ফিরে যান। কয়েক মাসের মধ্যেই সেখানে তার মৃত্যূ হয়। এ সুযোগে পার্শ্ববতী পদ্মবিলা গ্রামের সুচতুর অঞ্জনা রানী বিশ্বাস রাধা বীরমুক্তিযোদ্ধা হরে কেষ্ট বিশ্বাসের স্ত্রী সেজে ভূয়া কাগজ পত্র তৈয়ারী করে ২০০৪ সালের জুন মাস থেকে তৎকালীন উপজেলা কমান্ডের সহযোগীতায় মুক্তিযোদ্ধার ভাতাভোগী হয়ে যায়। আঞ্জলী রানী বিশ্বাস রাধার প্রতিবেশীরা জানান, তার (অঞ্জলী রানী রাধার) স্বামীর নামও হরে কেষ্ট। একটি ছেলের জন্ম হলে সে স্ত্রী রাধার সাথে ঝগড়াঝাটি করে ভারতে চলে যায় এবং দ্বিতীয় বিয়ে করে। সে বর্তমানে ভারতের পেপরুমন্ড ঘাট নামক স্থনে বসবাস করছে। এ ব্যাপারে ওই এলাকার জৈনক তাহাজ্জাত হোসেনসহ ৭ জন এলাকাবাসী গত ১১ জুন কাশিয়ানি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ করলে তিনি উপজেলা সমাজ সেবা অফিসার ওয়াহিদুজ্জামানকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। এ ব্যাপারে তদন্তকারি উপজেলা সমাজ সেবা অফিসার জানান, অভিযোগকারীরা সঠিক হবে বলে মনে হয়েছে, অভিযুক্ত অঞ্জনা রানী বিশ্বাস আমার সামনেই আসে নাই, আমি চেষ্টা করেও তার সাথে দেখা করতে পারি নাই। দুই একদিনের মধ্যেই প্রতিবেদন জমা দেবো। এ প্রতিবেদক দুই বার অঞ্জলী রানী রাধার সাথে দেখা করতে গেলে সে আন্তগোপন করে। তবে প্রতিবেশীরা জানায় সে বাড়িতেই আছে কেউ এলে পালিয়ে থাকে।
অন্যদিকে বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা এনায়েত হোসেন জানান, অভিযোগকারির অভিযোগ সত্য বলেই আমরা জানি। বীর মুক্তিযোদ্ধা হরে কেষ্ট বিশ্বাসের চাচাত ভাই নির্মল বিশ্বাস জানান, অঞ্জলী রানী বিশ্বাস রাধার স্বামীর নাম একই হওয়ার সুযেগে আমার ভাইয়ের স্ত্রী সেজে ভাতা করে ভোগ করছে। সে আমার ভাইয়ের স্ত্রী ছিলো না প্রতারনা করেছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় মা-মেয়েকে দড়ি দিয়ে বেধে নির্যাতন, গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে : রাজা