গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে দুইটি বসতঘরসহ ৬টি ঘর পুড়ে গেছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস।
সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাইরপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, ওই এলাকার মিন্টু সরদার, লিটু সরদার, বেলায়েত শেখ ও লিয়াকত শেখ।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, সোমবার দুপুর পৌঁনে ২ টার দিকে এ অন্ডিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই দুইটি বসতঘর, দুইটি রান্নাঘর ও দুইটি গোয়ালঘর পুড়ে যায়। এতে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, বাড়ির উঠানে রাখা কলাইয়ের গাঁদার মধ্যে কেউ বিড়ি বা সিগারেট খেয়ে অবশিষ্টাংশ ফেলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।