কালীগঞ্জে সাবেক এমপির ছেলেকে গুলি করে হত্যা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জের সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল মিয়াকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভা এলাকার ভাদগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, রাতে ফয়সাল কালীগঞ্জ পৌরসভা এলাকার ভাদগাতী গ্রামের বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রিমনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান মাহমুদ সিকদার জানান, ফয়সাল মিয়ার বুকের ডান পাশে হাতের নিচে গুলি লেগেছে।

প্রয়াত মোখলেছুর রহমান জিতু মিয়া ১৯৭৩ সালে কালীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কালীগঞ্জ (বর্তমান গাজীপুর-৫) আসন থেকে ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে ও ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া থেকে ৭৫৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ পুতিনের
পরবর্তী নিবন্ধবাগেরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১