কালীগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ১১ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাতে তাকে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন- কালীপদ ঘোষ, তার স্ত্রী অনিতা ঘোষ, দুই ছেলে নারান ও জয়কৃষ্ণ, পুত্রবধূ লিলি ঘোষ ও শ্যামলী ঘোষ, শিশু নাতি তিথি, বন্যা, বৃষ্টি, সীমান্ত ও খেয়ালীসহ যৌথ পরিবারের ১১ জন।

স্বজনরা জানান, কালীপদ ঘোষের যৌথ পরিবারটির সদস্য সংখ্যা ১১ জন। ওই দিন পরিবারের সবাই সকালের খাবারে কুমড়া, বেগুন, কচু দিয়ে তৈরি খাবার খেয়েছিল। দুপুরের পর থেকেই তারা সবাই অসুস্থবোধ করতে থাকেন।

একপর্যায়ে সন্ধ্যায় কালীপদ ঘোষের স্ত্রী অনিতা ঘোষ (৫৫) অচেতন হয়ে পড়েন। এ সময় অসুস্থদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রত হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সংগীতা রানী চৌধুরী জানান, তাদের ধারণা- খাদ্যে বিষাক্ত পদার্থ থাকার কারণে এ ঘটনা ঘটতে পারে। রোগীদের চিকিৎসা চলছে। এদের মধ্যে কালীপদ ঘোষের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধ১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসরফরাজকে ইমরান খানের খোঁচা