কালচার প্রোগ্রামে নয় এগ্রিকালচার বিষয়ক প্রোগ্রাম হলে আমাকে পাবেন: পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি হাওরের সন্তান।
আমার জীবনটাও হাওরময়। চোখ খুলেই হাওর দেখিছি। এজন্য হাওরে
পানি-স্যানিটেশন এর সব সমস্যা দূর করবো। ভবিষ্যতে কোন কালচারাল
প্রোগ্রামে নয় এগ্রিকালচার বিষয়ক যে কোন প্রোগ্রামে আমাকে ডাকলেই পাবেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরের জীবনমান আরো উন্নয়নে গবেষণা হওয়া দরকার।
হাওর উন্নয়নে আরো জোর দিতে হবে। আমার একভাই ও এক বোন কলেরায় মারা গেছে।
এর মূল কারণ ছিলো সুপেয় পানির অভাব।হাওরের স্যানিটেশন ব্যবস্থা নেই বলা
চলে। আমি হাওরে পানি ও স্যানিটেশন সমস্যা দূর করবোই।

রোববার(১৬ জুন) নগরীরর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশশে(কেআইবি)
অনুষ্ঠিত হাওর ও চর উন্নয়নঃ আপনার জন্য আপনার ভাবনা ‘শীর্ষক সেমিনারে
পরিকেল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, হাওর এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য সরকার ৫০০ কোটি
টাকার প্রকল্প হাতে নিয়েছে ।  আমরা বাড়ি বাড়ি টিউবওয়েল দেব, ল্যাট্রিন
দেব। হাওর এলাকায় আরও বেশি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। হাওর
এলাকার যত পুল-কালভার্ট নির্মাণ বাকি রয়েছে, সব আমরা বানিয়ে দেব।
বাচ্চাদের স্কুলগুলো আরও সুন্দর করে করব। হাওর এলাকার গরিব মানুষের জন্য
আমরা আরও বেশি করে ঘর বানাব। হাওরে পানি ও ট্যানিটেশন সমস্যা দূর করবোই।
বর্তমান সরকার হাওর বান্ধব সরকার। প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্টির
প্রকল্প বাস্তবায়নে অনেক উদার।’

হাওর প্রসঙ্গে এম এ মান্নান বলেন, হাওরের গ্রামে গ্রামে ট্যানিটেশন
অবস্থা দেখলে শরির –শির- শির করে। স্যানিটেশন বর্জ্য  হাওরের পানিতে
পড়ছে।  এই পানি খেয়ে কিভাবে বড় হলাম, অবাক লাগে। নিম্নমান, ভূমিহীন
মানুষদের জন্য প্রকল্প হতে হবে। হাওর অঞ্চলে আরো উন্নয়ন করতে হবে।’

হাওর অঞ্চলের স্মৃতি তুলে ধরে মন্ত্রী বলেন,  শৈশবে আমি হাওরের বাইরে
কোথাও যায়নি। হাওরে নানা ধরণের মাছ ধরেছি। হাওরে মামার বাড়ি,বাবার বাড়ি।
হাওরে গরুর সঙ্গে সখ্যতা ছিলো, মাছের সঙ্গে প্রেম ছিলো। হাওরের সামান্য
পানিতে বোয়াল চিক চিক করতো। এই  মাছ ধরেছি। শৈশবে শোল মাছের পেছনে
দৌঁড়েছি।’

হাওরের অভিজ্ঞতা তুলে ধরে এম এ মান্নান বলেন, হাওরের সঙ্গে সব সময় ছিলাম।
চাকরি জীবনে কিশোরগঞ্জের ডিসি হিসাবে অনেক দিন ছিলাম।  সেখানেও অনেক হাওর
। আমার হাওরময় জীবন। হাওর নিয়ে ভাবনা বিশাল ব্যপার। তবে ভাবনা রোমান্টিকও
হতে পারে। তবে হাওর নিয়ে উন্নয়নের ভাবনা হতে হবে। হাওরের একজন মা সুন্দর
কাঁথা সেলাই করবেন, আর আমরা ঢাকায় বসে ভোগ করবে। অন্যদিকে সেই মা আধ পেটে
খেয়ে ঘুমিয়ে থাকবে তা হবে না।’

গবেষণার উপর জোর দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের গবেষণার উপর জোর
দিতে হবে। হাওরের সমস্যা নিরসনে গবেষণা করতে হবে। অতীত নয়,এখন বর্তমান
নিয়ে ভাবতে হবে। কৃষকদের নিয়ে ভাবতে হবে। আমরা কৃষকের জাতি । কোনো কালচার
নয় এগ্রিকালচার বিষয়ক কোনো প্রোগ্রাম হলেই আমাকে পাবেন। আমাদের সামনে
যেতে হবে। সরকার গবেষণায় খুবই আগ্রহী। আমাদের আরো গবেষণা করতে হবে।
গবেষণার ফান্ড আরো সহজ করতে হবে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(ময়মনসিংহ) উপচার্য প্রফেসর ড. লুৎফুল
হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান
খসরু, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব)
ড. শামসুল আলম প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধহলমার্কের জেসমিনের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
পরবর্তী নিবন্ধডিআইজি মিজান কি দুদকের চেয়েও শক্তিশালী : আপিল বিভাগ