কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট।

পথচারী রাকিব হোসেন বলেন, বাইসাইকেল চালিয়ে কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধশুভ মহালয়া আজ
পরবর্তী নিবন্ধনির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই: ওবায়দুল কাদের