কাফরুলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে আফরোজা আক্তার (৩৫) নাম এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইব্রাহীমপুর আদর্শ পল্লীর ১৩৫ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আফরোজা গ্রামের বাড়ি ঝিনাইদহ শৈলকূপা উপজেলার সারুটিয়া গ্রামে। তিনি স্বামী আতিকুল হকের সঙ্গে ইব্রাহীমপুরের ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতের বড় ভাই তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যা ভুগছিলো আফরোজা। এরআগেও তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। শুক্রবার রাতে স্বামীর অনুপস্থিতিতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে পঞ্চম তলা ওই বাসার চতুর্থ তলার বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরের দিকে আফরোজা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ সুনামগঞ্জে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ৬৯টিই শূণ্য
পরবর্তী নিবন্ধএকা হওয়ার ভয়ে অস্থির লেডি গাগা!