কানের মার্শে দ্যু ফিল্মে নুহাশ হুমায়ূনের চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মের ‘ফ্যান্টাস্টিক সেভেন’ ইভেন্টের জন্য নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। আগামী ২২ মে রয়েছে এই আয়োজন। মার্শে দ্যু ফিল্মের অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন নুহাশ।

২০১৯ সাল থেকে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্রের বাজার মার্শে দ্যু ফিল্মের সঙ্গে অংশীদারিত্বে ‘ফ্যান্টাস্টিক সেভেন’ আয়োজন করে আসছে স্প্যানিশ উৎসব সিটজেস কর্তৃপক্ষ। উদীয়মান নির্মাতাদের উৎসাহ দিতে অর্থ তহবিল এবং সহ-প্রযোজনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কানে সম্ভাবনাময় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে তাদের সংযোগ ঘটিয়ে দিতে সাজানো হয়েছে উদ্যোগটি।

প্রতিবছরের মতো এবারো মার্শে দ্যু ফিল্মে উপস্থাপনের জন্য নির্দিষ্ট ঘরানার নবীন প্রতিভাবানদের তুলে ধরে বিশ্বের এমন শীর্ষস্থানীয় সাতটি উৎসবের সাতটি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। এগুলোর কোনোটি পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে, কোনোটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সংশ্লিষ্ট নির্মাতারা কানে বিনিয়োগকারী, পরিবেশক এবং বিক্রয় এজেন্টদের সামনে নিজেদের চলচ্চিত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

‘মশারি’ চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নুহাশ বলেন, ‘মশারি একটি ভৌতিক ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি দুই বোনের গল্প; যারা শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করে। কিন্তু তারা কি একে অপরকে বাঁচিয়ে রাখতে পারে?’

‘মশারি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে নুহাশের ভাগ্নি নাইরা অনোরা সাইফের। তা ছাড়াও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, ময়েদ ভুইঞা।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল ছাড়লেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে
পরবর্তী নিবন্ধকোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি: আইজিপি