কানাডার ‘উগ্রপন্থি ও গণহত্যায় উস্কানিদাতা’ সেই সালমান এখন ঢাকায়

পপুলার২৪নিউজ ডেস্ক: কানাডার 'উগ্রপন্থি ও গণহত্যায় উস্কানিদাতা' সেই সালমান এখন ঢাকায়

কানাডায় এক উগ্রপন্থি হিসাবেই পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত সালমান হোসাইন। ইহুদি গণহত্যার উস্কানিদানের অভিযোগে অন্টারিও প্রোভিনসিয়াল পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাকে খুঁজছে।

পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সালমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস ঝুলে রয়েছে। সেই সালমান বাংলাদেশের রাজধানী ঢাকায় পালিয়ে রয়েছেন বলে জানিয়েছে কানাডার ‘দ্য ন্যাশনাল পোস্ট’।গত রবিবার এক ফটোগ্রাফার ৩২ বছর বয়সী এই টরেন্টো প্রবাসীকে গুলশানের একটি কফিশপের সামনে দেখতে পেয়ে ছবি তোলেন। সেখানে তিনি বাংলাদেশি লাইসেন্স প্লেট লাগনো একটি রূপালী রংয়ের টয়োটা করোলা নিয়ে আসেন বলেও জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ইহুদিদের বিরুদ্ধে ইন্টারনেটে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে সালমানের ছাত্রত্ব বাতিল করা হয়। তখন তিনি ইহুদিদের গণহারে হত্যার আহ্বান জানিয়ে বক্তব্য প্রচার শুরু করেন। ২০১০ সালের জুলাইয়ে কানাডার পুলিশ মামলা করার কিছুদিন আগে তিনি কানাডা ছেড়ে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত সালমানই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে কানাডায় প্রথমবারের মত গণহত্যার উস্কানি দিয়ে প্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। সেখানে তার  মামলার তদন্ত করেছেন ওন্টারিও প্রাদেশিক পুলিশের স্টাফ সার্জেন্ট পিটার লিওঁ। বিচারে দোষী সাব্যস্ত হলে তার ১৬ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে।

সালমান এখন বাংলাদেশে রয়েছেন। এ বিষয়ে অটোয়ার এক বাংলাদেশি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাটিকে বলেন, এ মামলার বিষয়ে তার কিছু জানা নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আন্তঃদেশীয় অপরাধের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। কানাডা সরকার কোনো সহযোগিতা চাইলে আগে তা বাংলাদেশ সরকারকে জানাতে হবে।

তবে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট হ্যারল্ড প্লেইদেরার ন্যাশনাল পোস্টকে জানান, ইন্টারপোলের সদস্য দেশগুলো নিজেরাই ঠিক করে কোন রেড নোটিসের ক্ষেত্রে তারা কতটা গুরুত্ব দেবে। ফলে রেড নোটিস জারি হলেই যে আসামিকে গ্রেপ্তার করে ফিরিয়ে আনা যাবে সে নিশ্চয়তা নেই।

অভিযোগ দায়েরের কিছুদিন আগে সালমান কানাডা ছাড়লেও ইন্টারনেটে নিজের উপস্থিতির প্রমাণ রেখেছেন। গত সেপ্টেম্বরে ইউটিউবে পোস্ট একটা করা একটি ভিডিওতে একটি ছাগল জবাই করার সময় তাকে বাংলায় কথা বলতে শোনা যায়। সূত্র : ন্যাশনাল পোস্ট

পূর্ববর্তী নিবন্ধকা‌লিগ‌ঞ্জে একস‌ঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধএবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন: ধর্মমন্ত্রী