পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানের বগুড়া শহরে রহমান নগরের বাসভবনে দ্বিতীয় দফা তল্লাশি করা হয়েছে।
এসময় বাসা থেকে একটি মাইক্রোবাস, দুটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও সিসিটিভির ডিভিআর জব্দ করা হয়।
মঙ্গলবার রাত ১২টা থেকে রাত সাড়ে ৪টা পর্যন্ত গাইবান্ধা পুলিশের সিনিয়র এএসপি (সি-সার্কেল) রেজিনুর রহমানের নেতৃত্বে ক্লিনিক কাম বাসভবনে ব্যাপক তল্লাশি চালানো হয়। ওইদিন বিকাল ৫টায় তাকে গ্রেফতারের পরপর এক ঘন্টা তল্লাশি করে পুলিশ কর্মকর্তারা কিছুই পাননি বলে জানিয়েছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, এমপি লিটন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত ডা. কাদের, তার স্ত্রী ডা. এজেইউ নাসিম ও অন্যদের ব্যবহৃত এসব পরীক্ষা-নিরীক্ষার জন্য জব্দ করা হয়েছে।
এদিকে, বুধবার সকালে বাসার আশপাশে সাদা পোশাকে কাউকে দেখা না গেলেও ৪-৫ জন পোশাকধারী পুলিশ ছিল।
ডা. কাদেরের মালিকানাধীন গরীব শাহ্ ক্লিনিকের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোহাম্মদ ওয়াহেদ আলী জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমানসহ ৮/১০জন ক্লিনিকে এসে তল্লাশি চালানোর কথা বলেন। এ সময় স্যারের স্ত্রী ডা. নাসিমা বেগম তাকে তল্লাশির কাজে সহযোগিতা করেন। রাত সাড়ে ৪টা পর্যন্ত ক্লিনিক কাম চতুর্থতলা বাসায় স্যারের বেডরুমসহ সকল রুমে তল্লাশি করা হয়। এসময় ডা. নাসিমা বেগম, ক্লিনিক স্টাফ নূরী, রোবেজা ও শেফালীর মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিভিআর এবং স্যারের মাইক্রোবাস জব্দ করে নিয়ে যান।
জানা গেছে, ডা. কর্নেল (অব.) কাদের গত ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বগুড়া শহরের রহমাননগরে জেলাদারপাড়ার ভবনে গরীব শাহ ক্লিনিক ও তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ও তার স্ত্রী বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. এজেইউ নাসিমা বেগম রোগী দেখেন। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ডা. কর্নেল (অব.) কাদের গাইবান্ধা থেকে বগুড়ার বাসায় আসেন। রাত ১০টার পর পোশাকে ও সাদা পোশাকে একদল পুলিশ নিরাপত্তা দেবার নামে বাসার সামনে ও আশপাশে অবস্থান নেয়। ৫দিন অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার বিকাল ৫টার দিকে গাইবান্ধা ও বগুড়া পুলিশ ডা. কাদেরকে গ্রেফতার করে। এরপর প্রায় এক ঘন্টা বাড়িতে তল্লাশি করা হয়।
তার বড় ভাই খিজির উদ্দিন জানান, পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার ভাই ষড়যন্ত্রের শিকার।
ওই সময় সিনিয়র এএসপি (সি-সার্কেল) রেজিনুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডা. কাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাসায় তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। আর তল্লাশি করা হবে না বলা হলেও মিডিয়াকর্মীরা চলে যাবার পর পুলিশ আবার তার বাসা ও আশপাশে অবস্থান নেন।
এদিকে ডা. কাদেরকে গ্রেফতার করার পর থেকে তার স্বজনদের মাঝে আতংক দেখা দিয়েছে। কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না। ফোন রিসিভ করলেও কথা বলছেন না।