কাতারে এলডিসি সম্মেলন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫)।

জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে পাঁচ দিনের এ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৫ মার্চ) কাতার জাতীয় কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বিকেলে বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথ আয়োজনে ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক বৈঠকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

 

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণে নিহত ৬
পরবর্তী নিবন্ধসংবিধান মেনেই আগামী সংসদ নির্বাচন হবে: ওবায়দুল কাদের