‘কাজ নাই, তাই খই ভাজছে’ জায়েদ-নিপুণ দ্বন্দ্ব প্রসঙ্গে চিত্রনায়ক আলমগীর

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে নতুন করে একজোট হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। যার নেতৃত্ব দেবেন নায়ক-প্রযোজক-পরিচালক আলমগীর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এক বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতা-সদস্যরা। যেখানে সিদ্ধান্ত হয়, এই মোর্চার প্রধান বা মুখপাত্র হিসেবে এখন থেকে নেতৃত্ব দেবেন আলমগীর।

এ সময় শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলমান দ্বন্দ্ব প্রসঙ্গে জানতে চাইলে নায়ক আলমগীর বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কাজ নেই বলেই তো বিভক্তিটা হচ্ছে। কাজ না থাকলে মানুষ কি করে-খই ভাজে। কাজ নাই, তাই খই ভাজছে আরকি।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের প্রধান হিসেবে নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রের হারানোর গৌরব কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। একটা সময় যেখানে ১৪০০-১৫০০ হল ছিল, ১৪-১৫ জোড়া নায়ক-নায়িকা ছিলেন। আজ এ অবস্থা কেন? এটা কী করে উন্নয়ন করা যায়, হল বাড়ানো যায়, নায়ক-নায়িকা বাড়ানো যায়, এগুলো নিয়ে কাজ করবো।’

পূর্ববর্তী নিবন্ধপানির দাম না বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর
পরবর্তী নিবন্ধ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট