কাজে গতি বাড়াতে ছুটি পাচ্ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ বাহিনীতে কল্যাণ ও গতিশীলতা বাড়াতে সব সদস্যকে বিধি মোতাবেক ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। ‌

চিঠিতে বলা হয়েছে, পুলিশের কল্যাণ ও সার্বিক গতিশীলতার জন্য বিধি মোতাবেক সব পুলিশ সদস্যের ছুটি প্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

ছুটি সংক্রান্ত চিঠি পুলিশ স্টাফ কলেজের রেক্টর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডিজি, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), হাইওয়ে পুলিশ, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দেশের সব ডিআইজি, সব মেট্রোপলিটন কমিশনার, পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের অধিনায়কদের পাঠানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশ পুলিশেল সদস্যরা বছরে ২০ দিন ক্যাজুয়াল লিভ (সাধারণ ছুটি) পান। এছাড়া বছরে ৩৫ দিন আর্ন লিভের (অর্জিত ছুটি) পাশাপাশি তিন বছর পরপর রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।

পুলিশের কাজে গতিশীলতা আনতে এ ছুটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধভবানীপুরে মমতার ভাগ্যনির্ধারণে ভোট চলছে
পরবর্তী নিবন্ধসীমান্তে বিজিবি-মাদক কারবারির গোলাগুলি, যুবক নিহত