কাঁঠালবাড়ির চার ফেরিঘাটের তিনটিতেই পানি

পদ্মায় অস্বাভাবিক হারে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় তীব্র স্রোতে মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কাঁঠালবাড়ির চারটি ফেরিঘাটের মধ্যে তিনটিই পানিতে নিমজ্জিত হয়েছে।

অপরদিকে, পানির তোড়ে মাদারীপুরের শিবচরের পদ্মাবেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের কাঁঠালবাড়ি ও চরজানাজাত, মাদবরচর ও বন্দরখোলা এবং সন্নাসীরচর ইউনিয়নে ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

ঘাট সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ির চারটি ফেরিঘাটের মধ্যে তিনটি ঘাটের কিছু অংশ পানিতে ডুবে গেছে। ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠানামা করছে যানবাহন। ফলে যাত্রীরা আতঙ্ক নিয়ে এ রুটে চলাচল করছে। স্রোতের গতিবেগ বেড়ে যাওয়ায় প্রতিটি ফেরিসহ যানবাহন পারাপারে আধাঘণ্টা  থেকে এক ঘন্টা বেশি সময় লাগছে। ফলে যানবাহন শ্রমিকসহ এ রুটে চলাচলে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। উভয় পাড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

এভাবে পানিবৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল।বিআইডাব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম মিয়া বলেন, “চারটি ঘাটের মধ্যে তিনটিতেই পানি রয়েছে। ফেরি চলাচল করলেও তা  ব্যাহত হচ্ছে। ” শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহম্মেদ বলেন, “বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার কাজ চলছে। ”

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, আরও ৭৭ গ্রাম প্লাবিত
পরবর্তী নিবন্ধইমরানের ওপর আবারও হামলা