করোনা মোকাবেলায় চিকিৎসা সরঞ্জাম দিলো চীন

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেছে চীন সরকার। সোমবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসা সরঞ্জামাদির মধ্যে রয়েছে ৯টি High-flow heated respiratory humidifier, ১৮টি High-flow heated respiratory humidifiers Solution-A, ১৮টি High-flow heated respiratory humidifiers Solution-B, ৯টি High-flow heated respiratory humidifiers Shelf.

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন সোমবার (২৯ জুন) ঢাকার চীন দূতাবাস থেকে এসব চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন জাবেদ পাটোয়ারী
পরবর্তী নিবন্ধএটা পরিকল্পিত হত্যাকাণ্ড: নৌ প্রতিমন্ত্রী