করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্সের প্রথম সভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির প্রথম সভা আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও কমিটির প্রধান উপদেষ্টা জাহিদ মালিক।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার আলোচ্যসূচিতে রয়েছে- জাতীয় ভ্যাকসিন পরিকল্পনা প্রণয়ন, ভ্যাকসিন প্রকিউরমেন্ট ও ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রস্তুতি, ভ্যাকসিন প্রয়োগে প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ, ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা প্রণয়ন এবং কারিগরি সহায়তায় সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর এমএমসি অ্যান্ড এইচকে (ইপিআই) সদস্য সচিব করে ২৬ সদস্যের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের কাছে খুব কৃতজ্ঞ পাকিস্তান ক্রিকেট বোর্ড
পরবর্তী নিবন্ধমার্সেল টিভিতে ১৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়