করোনা আক্রান্ত লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক:

ইউরোপ জুড়ে নতুন করে যে করোনাভাইরাসের ঢেউ শুরু হয়েছে, তার জোরাল আঘাত পড়েছে পিএসজি শিবিরে। লিওনেল মেসিসহ দলটির চার খেলোয়াড় আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে।

ক্লাবের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। কোভিডে আক্রান্ত অন্য তিন খেলোয়াড় হলেন ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সের্হিও রিকো ও মিডফিল্ডার নাথান।

এই চারজন স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

গত ২৮ নভেম্বরে লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে চোটের শিকার নেইমার এখনও আছেন মাঠের বাইরে। পিএসজি জানিয়েছে, ক্লাবের মেডিকেল ও পারফরম্যান্স স্টাফের সদস্যদের সঙ্গে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত ব্রাজিলে চিকিৎসা চালিয়ে যাবেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, আগামী তিন সপ্তাহের মধ্যে অনুশীলনে ফিরতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা।

ফরাসি কাপের শেষ ৩২-এর লড়াইয়ে সোমবার ভানের বিপক্ষে মাঠে নামবে মাওরিসিও পচেত্তিনোর দল।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৫৫৭
পরবর্তী নিবন্ধশীতকাল মুমিন বান্দার কাছে বেশি প্রিয়!