করোনায় রূপালী ব্যাংকের এক ডিজিএমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমিত আরো এক ব্যাংকারের মৃত্যু হয়েছে। গতকাল মারা গেছেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শহিদুল ইসলাম খান রিপন (৪৯)। রাত ১০টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৩০ এপ্রিল থেকে হাসপাতালটিতে ভর্তি ছিলেন তিনি। এনিয়ে করোনায় চার ব্যাংকারের মৃত্যু হলো। তবে করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েকজন ব্যাংকার দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যুবরণ করেছেন। রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন মো. শহিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশুনা করা এ ব্যাংকারের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর বাসাবোতে পরিবার নিয়ে তিনি বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মো. শহিদুল ইসলাম খানের মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল-মাসুদ। তিনি বলেন, একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে হারিয়ে আমরা শোকাহত। তার পরিবার ও স্বজনদের জন্য কোন সান্তনা বাক্যই যথেষ্ট নয়। আমরা সাধ্যের সর্বোচ্চ দিয়ে মৃত্যুবরণকারী ব্যাংকারের পরিবারের পাশে থাকবো। ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে ব্যাংকাররা অর্থনীতির চাকা সচল রাখতে জীবনের মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করছেন। ইতিহাসেও তারা যোগ্য সম্মানই পাবেন।

পূর্ববর্তী নিবন্ধচীনের উহানে করোনা পরীক্ষায় দীর্ঘ লাইন
পরবর্তী নিবন্ধটেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি নিহত