করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপকের মৃত্যু

নিজস্ব ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মোস্তফা কামাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. মোস্তফা কামাল চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজ্জুরী গ্রামের স্কুল শিক্ষক আবু তাহেরের ছেলে। চমেক হাসপাতাল থেকে অবসর নেয়ার পর তিনি চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুইজনেই চিকিৎসক বলে জানা গেছে।

ডা. মোস্তফা কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রামের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের করপোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআগের তুলনায় কম দামে চীন থেকে টিকা কেনা হচ্ছে: অর্থমন্ত্রী