করোনার টিকা নিলেন সৌদি বাদশা সালমান

পপুলার২৪নিউজ ডেস্ক:

মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনা টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সময় শুক্রবার তিনি ফাইজারের প্রথম ডোজটি নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেয়ার ছবি ও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে, দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানিয়েছে, করোনার এ টিকা সৌদি নাগরিক ও বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, লন্ডনে জরুরি অবস্থা