নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে চীনের সিনোফার্ম করোনাভাইরাসের টিকার যৌথ উৎপাদনে চুক্তি সই হবে আগামী সোমবার (১৬ আগস্ট)। এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই হবে।
ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও চীনের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে এ চুক্তি সই হবে।
সোমবার বিকেল তিনটায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের মিলনায়তয়নে চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগেই জানিয়েছিলেন, খুব শিগগিরই টিকা উৎপাদনে বাংলাদেশের সঙ্গে চীনা কোম্পানির চুক্তি সই হবে।