কমনওয়েলথের শীর্ষ তিন নারী নেতার একজন শেখ হাসিনা

কমনওয়েলভুক্ত ৫৪টি দেশের সরকার প্রধানদের মধ্যে শীর্ষ তিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামোল্লেখ করা হয়েছে।

গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় শেখ হাসিনার নাম জানিয়েছেন।

মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেনকে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, আমাদের কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে আমি তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড মহামারি মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। এই তিন ব্যক্তিত্ব বিশ্বের আরো অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধধারাবাহিক সরকার গঠন করে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বর্ণের দাম যতো কমবে ততই সাধারণ ক্রেতারা কিনতে পারবে: দিলীপ কুমার