নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর হজে কতজন যেতে পারবেন- তা জানতে সৌদি আরবের সঙ্গে আলাপ-আলোচনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ নিয়ে এখনও সৌদি সরকারের সাথে চুক্তি হয়নি। কতজন হজ পালন করতে পারবেন তা নিয়ে আলোচনা চলছে। সীমিত আকারে দশ হাজারের মতো হজের সুযোগ পেতে পারেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, হজে যেতে হলে ভ্যাকসিন নিতে হবে। ১৮ থেকে ৬০ বয়সের ৪০ হাজার জন নিবন্ধন করেছেন। আর ষাটোর্ধ্ব ২১ হাজার জন হজে যেতে নিবন্ধন করেছেন।
ধর্ম সচিব জানান, ৬০ বছরের বেশি বয়সীরা নিবন্ধনের টাকা তুলে নিতে চাইলে সহায়তা করা হবে।