কঙ্গোর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এক অভয়ারণ্যে সাংবাদিকদের একটি দল ও বনরক্ষীদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। ওই হামলার পর থেকে এক মার্কিন সাংবাদিক ও তিন বনরক্ষী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শনিবারের ওই ঘটনা বিষয়ে মাম্বাসা এলাকার প্রশাসক আলফ্রেড বোঙ্গওয়ালাঙ্গা বলেন, ওকাপি অভয়ারণ্যের মাম্বাসা শহরের কাছে ওই আমেরিকান ও নেদারল্যান্ডের দুই সাংবাদিক এবং ১৩ কঙ্গোলীয় বনরক্ষীর ওপর হামলা চালায় দলটি।
ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আরও জানান এ ঘটনায় দুই ডাচ সাংবাদিক ও ১০ বনরক্ষীকে অক্ষত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি। বাকি চার জনের এখনও হদিস মেলেনি।
পূর্ব কঙ্গোতে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর বিচরণ। এদের মধ্যে কারা এ ঘটনার জন্য দায়ী বোঙ্গওয়ালাঙ্গা তা জানেন না বলে জানিয়েছেন।
১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের পর বিদ্রোহী গোষ্ঠী ও বেসামরিক বাহিনীগুলোর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নিয়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি দল। এসব দলগুলোর মধ্যে মুক্তিপণের জন্য স্থানীয় ও পশ্চিমাদের অপহরণ করার প্রবণতা বেড়ে চলেছে।