কক্সবাজারে কোনো জলদস্যু-সন্ত্রাসী থাকতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালী-কুতুবদিয়াকে জলদস্যু ও সন্ত্রাসীমুক্ত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সন্ত্রাসীদের যদি কেউ সহযোগিতা করে তাদেরও মূলোৎপাটন করা হবে। বর্তমানে কক্সবাজারে উন্নয়নের মহাজোয়ার চলছে, তাই এখানে কোনো জলদস্যু-সন্ত্রাসী থাকতে পারবে না।

শনিবার দুপুরে অস্ত্র জমা ও আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চলের ছয়টি জলদস্যু বাহিনীর শীর্ষ ১২ দস্যুসহ ৪৩ সন্ত্রাসী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জেনেছি এখানে বাহিনী-বাহিনী যুদ্ধ চলে। একটা বাহিনীকে ঘায়েল করতে আরেকটি বাহিনীর জন্ম দিচ্ছে। আমি কঠোরভাবে বলতে চাই, এখানে কোন বাহিনী থাকতে পারবে না।

এর আগে আত্মসমর্পণকারীদের হাতে সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন,  জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধনানাবাড়িতে আইয়ুব বাচ্চুর মরদেহ, বিকেলে দাফন
পরবর্তী নিবন্ধজার্মানির চিলভেন্টা আন্তর্জাতিক মেলায় ওয়ালটন