ওয়াসার আপিল আবেদনের ওপর শুনানি ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক:পানির বাড়তি দামের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ওয়াসার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ জুন দিন রেখেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

ওয়াসার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। পরে অনীক আর হক বলেন, আদালত পরবর্তী শুনানির জন্য ৩০ জুন দিন রেখেছেন।

মাহবুবে আলম বলেন, আজকেও শুনানি হয়েছে। আবার ৩০ জুনও শুনানি হবে। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার ওয়াসার পানির বাড়তি দামের ওপর ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা।

পূর্ববর্তী নিবন্ধগ্রিস সীমান্তে ৬৪ বাংলাদেশি আটক
পরবর্তী নিবন্ধএমপি মমতাজের ফুটবল খেলার ছবি ভাইরাল