ওয়ার্নার-রেনশের সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
33ডেভিড ওয়ার্নারের মত ব্যাটসম্যান যদি ধারাবাহিক হন তবে প্রতিপক্ষ দলের কপালে যে দুঃখ আছে তা বলাই বাহুল্য। ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরির পাশাপাশি অপর ওপেনার রেনশর সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনেই চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৫ রান। আবারও একটি রানের পাহাড় দেখতে যাচ্ছে সিডনি টেস্ট।

সিরিজে ইতিমধ্যেই এগিয়ে থাকা অস্ট্রেলিয়া টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তর যথার্থতা প্রমাণ করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ম্যাট রেনশ। ওপেনিং জুটিতে ১৫১ রান তোলেন এই দুজন। লাঞ্চের আগেই বিধ্বংসী ব্যাট চালিয়ে ৭৮ বলে তিন অংকে পৌঁছান ওয়ার্নার। ৩ অংকে পৌঁছতে ১৭টি চার মেরেছেন তিনি। লাঞ্চের পর ওয়াহাব রিয়াজের বলে উইকেট কিপার সরফরাজ আহমেদের হাতে ধরা পড়েন তিনি। তখন তার রান ৯৫ বলে ১১৩।

এর মাঝেই সেঞ্চুরি তুলে নেন অপর ওপেনার ম্যাট রেনশ। তিনি নিপাট টেস্ট ক্রিকেটারের মত ব্যাট চালিয়ে ২০১ বলে ৮ বাউন্ডারিতে ১০০ রানে পৌঁছান। সেঞ্চুরি পূরণের পর তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। ১৬৭ রান করে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে দিন শেষ করার সময় তার নামের পাশে যুক্ত হয়েছে ১৮টি চার। এছাড়া উসমান খাজা ১৩ এবং অধিনায়ক স্টিভ স্মিথ ২৪ রান করে আউট হন। তিনটি উইকেটেই ক্যাচ নেওয়ার ভূমিকা রাখেন উইকেটকিপার সরফরাজ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের ইজতেমা
পরবর্তী নিবন্ধপরাজয় দিয়ে শুরু টি২০সিরিজ