ওয়ার্নারের সঙ্গে আমার ‘ঝগড়া’ গুরুতর কিছু নয়: তামিম

 পপুলার২৪নিউজ ডেস্ক :
ওয়ার্নার,

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পাত্তাই পায়নি সিলেট সিক্সার্স। প্রথমে ব্যাট করে মাত্র ৬৮ রানে অলআউট হয় সিলেট। জবাবে ২ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পূরণ করে কুমিল্লা। তবে ম্যাচ শেষে একপেশে জয়ের চেয়েও বেশি আলোচনা হয় তামিম ইকবাল ও ডেভিড ওয়ার্নারের স্নায়ুযুদ্ধ নিয়ে।

কুমিল্লা ব্যাটিং ইনিংসের ভূমিকাতেই ফেরেন এনামুল হক বিজয়। সেই রেশ না কাটতেই তামিম ইকবালকে আউট দিয়ে দেন আম্পায়ার। পরে রিভিউ চান ড্যাশিং ওপেনার। তবে টেকনিক্যাল কারণে সেই ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছিল না।

বিষয়টি ভালোভাবে নিতে পারেননি তামিম। ফলে মাঠ ছেড়ে বের হতে চাচ্ছিলেন না। এসময় তাকে বের হওয়ার ইঙ্গিত করেন ডেভিড ওয়ার্নার। এতে দুজনের মধ্যে লেগে যায়। মাঠে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবশ্য তামিম ও ওয়ার্নারের কথার লড়াই বেশিক্ষণ স্থায়ী ছিল না। একপর্যায়ে নিয়তিকে মেনে নিয়ে অগত্যা সাজঘরের পথে হাঁটা ধরেন তামিম। তিনি মাঠ ছেড়ে আসার পর আম্পায়ারের সঙ্গে কথা বলেন ওয়ার্নার।

সেই মুহূর্তে আসলে কী হয়েছিল তা দূর থেকে দেখে বোঝা যায়নি। তাই ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে সরাসরি তামিমকে প্রশ্নটা ছুঁড়ে দেয়া হয়। জবাবে সবাইকে আশ্বস্ত করেন কুমিল্লা ব্যাটার। তিনি বলেন, খেলার স্বাভাবিক অংশ হিসেবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খেলার মধ্যে অনেক কিছুরই উদ্ভব ঘটে। ওয়ার্নারের সঙ্গে আমার উত্তপ্ত বাক্য বিনিময় গুরুতর কিছু নয়।

ওয়ার্নারের সঙ্গে তামিমের কথার লড়াই এবারই প্রথম নয়। এর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে দুজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি নারী গোয়েন্দার প্রেমে ভারতীয় সেনা, অতঃপর…
পরবর্তী নিবন্ধওয়ালটনের জমকালো আইপিও রোড শো