ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি শান্ত-মুশফিকের

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের বসন্তের সুবাতাস বইছে। সমালোচনাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠা এই বাঁহাতি ব্যাটার আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে জিতেছেন সেরার পুরস্কার।

তিন ম্যাচ সিরিজে ৬৫.৩৩ গড়ে সিরিজের সর্বোচ্চ ১৯৬ রান করেছেন শান্ত। দলের দরকারের সময় বল হাতে নিয়েছেন একটি উইকেটও। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে শান্তর হাতেই।

এবার আইসিসির ব্যাটিং র‍্যাংকিংয়েও উন্নতি হলো শান্তর। আজ (বুধবার) আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়েছেন শান্ত। এখন তার অবস্থান ক্যারিয়ারসেরা ১০৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৪১০।

উন্নতি হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমেরও। সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি (১৪২)। ফলে এক ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৬ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৫৩।

তবে অবনমন হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। শেষ ম্যাচে ফিফটি পেলেও ২০ থেকে ২৫ নম্বরে নেমে গেছেন টাইগার অধিনায়ক। অবনতি হয়েছে সাকিব আল হাসানেরও। ২৭ থেকে ৫ ধাপ নেমে এখন তিনি ৩২ নম্বরে। ৩৪ থেকে লিটন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৭ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪২তম অবস্থানে।

৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান ডার ডুসেনের রেটিং পয়েন্ট ৭৭৭।

 

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে টেস্ট, পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধবিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে : রাষ্ট্রপতি