ওমান প্রবাসীদের দু:সময়ের বন্ধু ফটিকছড়ির মাসুদ করিম

মীর মাহফুজ অানাম/ফোরকান মাহমুদ মাস্কাট(ওমান) থেকে:
মোহাম্মদ মাসুদ করিম। ২০১০ সাল থেকে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার
অাইনসহকারী ও কল্যাণ ডেস্কে দায়িত্বরত। ওমানে বসবাসরত কোন প্রবাসী হাসপাতালের
বেডে দিনের পর দিন পড়ে থাকলে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা। অবৈধভাবে
বসবাসরতদের কেউ জেলে বন্দি থাকলে তাদের বন্দিদশা থেকে মুক্ত করে দেশে পাঠানোর
ব্যবস্থা করা কিংবা দুর্ঘটনায় অাহত হলে দেশে ফেরত পাঠানোসহ নানা কল্যাণকাজের
দায়িত্ব পালন করেন তিনি। অবৈধভাবে বসবাসরত অবস্থায় প্রবাসে মারা যাওয়া লাশ
দেশে পাঠাতে রাত বিরাতে এয়ারপোর্টে ছুঁটে চলা মাসুদ করিম দিন রাত এসব কল্যাণ
কাজ করতে করতে ওমান প্রবাসী কমিউনিটিতে তিনি এক সুপরিচিত নাম। দীর্ঘ নয় বৎসর
এমন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়ে উঠেন’ প্রবাসীদের দু:সময়ের বন্ধু
মাসুদ ভাই’।
চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহন করা মাসুদ করিম এখানকার ওমান প্রবাসী
কমিউনিটিতে নিজের কর্মের অান্তরিকতায় মন জয় করেছেন সবার।
মাসুদ করিম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওমানের সুউইকে দীর্ঘিদিন ধরে বসবাস
করা অাজম পাশা নামক এক প্রবাসী বলেন,’ গত ৯ মাস পূর্বে ওমানের সুুউইকে কামাল
ফোরম্যান নামক এক ব্যক্তি হঠাৎ মারা যান। তার পরিবারসহ এখানে বসবাস করলেও
ভিসার মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় ভিসা লাগানো সম্ভব হয়নি, এমনি জটিল
পরিস্থিতিতে লাশসহ পরিবারের সবাইকে দেশে পাঠানো কঠিন হয়ে পড়ে। মাসুদ ভাইকে
বিষয়টি জানানোর পর পর তিনি অত্যন্ত অান্তরিকতায় সব প্রক্রিয়া শেষ করে নিজে
এয়ারপোর্টে ইমিগ্রেশনে থেকে তাদের দেশে পাঠিয়েছেন।’
‘অামার দুই চাচাতো ভাই নাসির অার মিরাজ এখানে পুলিশের অভিযানে গ্রেফতার হয়,
তাদের দু’জনেরি ভিসা পতাকা ছিল না। কোন জেলে বন্দি অাছে তার কোন হদিস
পাচ্ছিলাম না। দূতাবাসে গিয়ে মাসুদভাইকে বলা মাত্রই মুহুর্তে তিনি খোঁজে বের
করলেন,সাথে তার কয়েকদিনে মধ্যেই তাদেরকে দেশে পাঠানোর সব ব্যবস্থা করে দিলেন।
অামি সেদিন মাসুদ ভাই এর অান্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেলাম ।’ মাসুদ করিম
সম্পর্কে উপরোক্ত মন্তব্য বারকা ড্রাগনমাটে স্যালসম্যানের চাকুরি করা নাজমুল
হোসাইনের।
অামরাতের ইকবাল হোসেন জানান, ‘কিছুদিন পূর্বে সাহাব উদ্দিন নামক এক শ্রমিক কাজ
করার সময় দুর্ঘটনায় গুরুতর অাহত হয়ে ভউশার হাসপাতালে ২০ দিন ধরে চিকিৎসাধীন
ছিলেন। তার ভিসা না থাকায় দ্রুত অাউট পাশের ব্যবস্থা করে মাসুদ ভাই দেশে
পাঠানোর ব্যবস্থা করেন। শুধু তাই নয়, হাসপাতালে মোটা অংকের বিল পরিশোধ করার
জন্য নিজেসহ কমিউনিটির বহুজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে দিয়েছেন। এক কথায়
‘ওমান প্রবাসীদের দু:সময়ের বন্ধু মাসুদ করিম ‘।
তার সম্পর্কে প্রবাসীদের এমন মন্তব্যে মাসুদ করিম তার প্রতিক্রিয়ায় বলেন,’
মানুষ বিপদে অন্যের কাছে ছুঁটে অাসেন। দূতাবাসে অামি অামার অবস্থান থেকে
অামার প্রবাসী ভাই বন্ধুদের সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করি। অাগামীতেও
প্রবাসীদের সেবক হিসেবে অামার সহযোগিতা অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ
পরবর্তী নিবন্ধওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব এ পুরুষ একক এ সাঈদ শিপন চ্যাম্পিয়ন