ওমরাহ পালনে সাকিব-নাফীস

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিপিএল শেষ করে পরিবার নিয়ে ১৬ ডিসেম্বর ওমরাহ পালন করতে সৌদি আরবে উড়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের একসময়ের কাঁপন ধরানো ওপেনার শাহরিয়ার নাফীস।

সেখান থেকে মদিনায়। মদিনায় মসজিদে নববী পরিদর্শন করতে গিয়ে তার সঙ্গে দেখা হয়ে গেল একসময়ের সতীর্থ সাকিব আল হাসানের।

শুধু সাকিব নন, অসম্ভবকে সম্ভব করা ঢালিউড অভিনেতা অনন্ত জলিলকেও সেখানে পেয়ে গেলেন।

মসজিদে নববীর উত্তর গেটে মহানবী (সা.)-এর রওজা শরিফের কাছে বাংলাদেশের এই তিন তারকার সঙ্গে শামিল হয়েছিলেন মুফতি ওসামাও।

শাহরিয়ার নাফীস ১৬ ডিসেম্বর সৌদি আরবে উড়াল দেন। সাকিব সৌদির বিমান ধরেন ১৭ ডিসেম্বর দুবাইয়ে টি টেন লীগ খেলে। আর অনন্ত জলিল ঘোষণা দিয়ে ওমরাহ পালন করতে গেছেন।

সাকিবের সময়টা ভালো যাচ্ছে। মুশফিককে সরিয়ে বিসিবি তার হাতেই তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়কের দায়িত্ব। এর দু’দিন পর বিপিএলে তার দল ঢাকা ডায়নামাইটস হয়েছে রানার্স-আপ।

এদিকে বিপিএলের পঞ্চম আসরে নাফীসের দল রংপুর রাউডার্সের হাতে উঠেছে প্রথম বিপিএল শিরোপা।

 

পূর্ববর্তী নিবন্ধইভিএমে খুশি ভোটাররা
পরবর্তী নিবন্ধহিচকির ট্রেলারে আলোচনায় নতুন রানি