ওপেনিং সাকিব ফিরলেন ৯ রানে

স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভাগ্য ফেরাতে ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। তাও আবার ক্যারিয়ারের প্রথমবার! কিন্তু সুপার টুয়েলভে অভিষেক ওপেনিংয়ে ইনিংস লম্বা করতে পারলেন না। ফিরলেন মাত্র ৯ রানে। সাকিবের পর ফিরেছেন নাঈমও। ১৪৩ রানের লক্ষ্যে তাদের সংগ্রহ ২ উইকেটে ৬ ওভারে ২৯ রান।

সাকিব-নাঈম ওপেনিংয়ে দেখে শুনেই খেলছিলেন। স্কোরবোর্ড নজর রেখেই রান তুলছিলেন। ৪ ওভারে আসে ২০ রান। বিপদ ঘটে পঞ্চম ওভারে। আন্দ্রে রাসেলের বোলিংয়ে দ্বিতীয় বলে ক্যাচ দিয়েছিলেন নাঈম। কিন্তু মিডউইকেটে তার ক্যাচ নিতে পারেননি হেইডেন ওয়ালশ। পরের বলে ঠিকই তুলে নেন সাকিবের উইকেট। লিডিং এজ হয়ে ৯ রানে জমা পড়েন হোল্ডারের হাতে।

পরের ওভারে জেসন হোল্ডারের বল টেনে খেলতে গিয়ে বোল্ড হন নাঈম। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ জায়গা পেয়েই নিজের কার্যকারিতা প্রমাণ করলেন এই অলরাউন্ডার। ওপেনার নাঈম ফেরেন ১৯ বলে ১৭ রান।

এর আগে টস হেরে শেষের ঝড়ে ৭ উইকেটে ১৪২ রান করেছে ক্যারিবিয়ানরা। শেষ ৫ ওভারে আসে ৫৮ রান!

পূর্ববর্তী নিবন্ধবিশ্বম্ভরপুরে শসা চাষে সাবলম্বী কৃষক শাহ আলম
পরবর্তী নিবন্ধতথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে: শিক্ষামন্ত্রী