পপুলার২৪নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির ওডিআই বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। শ্রীলংকার বিপক্ষে সিরিজে ১০ উইকেট নিয়ে এ গৌরব অর্জন করেন তিনি।
সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসির র্যাংকিংয়ে প্রথমবারের মতো চতুর্থস্থানে স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। ডু প্লেসিস ৫ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৪১০ রান করেন।
ইমরান তাহির টি২০-তেও বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে তৃতীয় স্থানে ছিলেন তাহির। তার রেটিং ছিল ৭১২। সিরিজে ৪৯ পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ড এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারিনকে পেছনে ফেলে শীর্ষে চলে আসেন এ প্রোটিয়া স্পিনার।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স রয়েছেন দ্বিতীয়স্থানে। আর তৃতীয়স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ওয়ানডে-তে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।