এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ নিলে এমপিও বাতিল: শিক্ষা সচিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেছেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ফরম পূরণের সময় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।

সচিব বলেন, বিভিন্ন অজুহাতে ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। এ ছাড়া সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীরা দায়ী। তারা অর্থের লোভে এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধমুমিনুলের অষ্টম সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ জানুয়ারি